শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে চাঁদাবাজি বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম
expand
বান্দরবানে চাঁদাবাজি বন্ধের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল

পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, বৈষম্য ও অব্যাহত অন্যায়ের প্রতিবাদে বান্দরবানে আগামী ১৩ অক্টোবর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের গ্র্যান্ড ভ্যালি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। সংবিধানে উল্লেখিত নাগরিক অধিকার থেকেও তারা বঞ্চিত। এই অবস্থা থেকে মুক্তি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতেই ১৩ অক্টোবর সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দফতর সম্পাদক শাহজালাল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছারসহ নাগরিক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিন পার্বত্য জেলার প্রশাসন পরিচালনা। রাজার সনদ পদ্ধতি বিলুপ্তি, যাতে জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য না থাকে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দেশের অন্যান্য জেলার মতো জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালুর ব্যবস্থা। বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু। উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা, শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পূর্বে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন। অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি, গুম, হত্যা ও ধর্ষণ বন্ধে কঠোর ব্যবস্থা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতকরণ।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, এই হরতাল হবে শান্তিপূর্ণ ও গণমানুষের অংশগ্রহণমূলক আন্দোলন। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন যাতে কর্মসূচি চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন