রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে তিনটি একনলা বন্দুক উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
তিনটি একনলা বন্দুক উদ্ধার
expand
তিনটি একনলা বন্দুক উদ্ধার

বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে বিজিবি-পুলিশের পৃথক যৌথ অভিযানে দেশীয় তৈরি ৩ টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ও শনিবার (১০ জানুয়ারি) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হরিণ খাইয়া এলাকা থেকে দেশীয় তৈরি এ ৩ টি বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহলদল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াসাখালী হরিণ খাইয়া মুখ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এছাড়াও শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে একই ইউনিয়নের হরিণ খাইয়া জোড়া ব্রিজ নামক এলাকায় বিজিবি ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ নিয়ে মোট তিনটি একনলা বন্দুক উদ্ধার করা হলো।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার ফলে সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X