বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম
আব্দুল মালেক (৬২)
expand
আব্দুল মালেক (৬২)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুল মালেক (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়। নিহত আব্দুল মালেক কাজিরহাট বাজারে মরিচের ব্যবসা করতেন।

নিহতের ছেলে আরিফ জানান, রোববার (২৬ অক্টোবর) দুপুরে তিনি তার বাবাকে ফোন করে বাজারে আসতে বলেন। এরপর আব্দুল মালেক বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। অনুমতি পেলে লাশ দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X