

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান বলেছেন, ‘কেউ আইন হাতে তুলে নেবেন না, অরাজকতা সৃষ্টি করবেন না, দখল চাঁদাবাজি করে জনজীবন বিপর্যস্ত করা যাবে না। যারা এগুলো করবেন তাদের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিধবা ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা শামীমুর রহমান শামীম বলেছেন, কারো প্রতি অন্যায় অবিচার বা মৎস্য ঘের দখল করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। যারা এমন কর্মকাণ্ড করেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের ফলাফলের কথা দলের নেতা-কর্মীদের মনে করিয়ে দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেছেন, গত ১৭ বছরে একটি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের ওপর জুলুম-নির্যাতন ও অন্যায় অবিচার চালিয়েছে। বাগেরহাট জেলায় প্রত্যেক উপজেলা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং অসংখ্য মানুষ হত্যা বা এলাকা ছাড়া হয়েছে।
অনুষ্ঠানে শামীমুর রহমান ২০০ নারী-পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, আঃ হানিফ, শাহ আলম শেখ, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, যুবদল নেতা ইমান হোসেন, বিএনপি নেতা মো. বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মহসিন পাটোয়ারী, তাঁতী দল নেতা আজিজুর রহমান সোহাগ ও সোহেল হাওলাদার।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    