

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটে বাথরুম থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির বাথরুম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মুসলিমা খাতুন সীমা(২৮) যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। শেখ আসাদ স্থানীয় যাত্রাপুর বাজারে দোকানদারী করেন। তাদের ০৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ ও শরীরে রক্ত রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা ।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে ওই গৃহবধু রান্নাঘরে রান্না করছিলেন। সাড়ে ১২টার দিকে বাথরুমের দরজা দীর্ঘক্ষন আটকা থেকে নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসেন। পরে তার দাদা উকি দিয়ে পুত্রবুধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে দেখেন। পরে বাথরুমের দরজা ভেঙে ঢুকে ভিকটিমকে গলাকাটা অবস্থায় অবস্থায় পায়।
তিনি আরও বলেন, যতদূর জেনেছি ভিকটিম একজন মানসিক রোগী ছিল। তার চিকিৎসা গ্রহণের কাগজপত্র পর্যালোচনায় পাওয়া যায়। এর আগে গলায় গামছা দিয়ে গিট বেঁধে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। সব বিষয় মাথায় রেখে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক করাণ জানা যাবে।
মন্তব্য করুন
