মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নার্সদের ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
কিশোরগঞ্জে নার্সদের ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
expand
কিশোরগঞ্জে নার্সদের ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান স্তম্ভ নার্সিং ও মিডওয়াইফারি প্রশাসনকে তিনটি অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৪৮ বছর ধরে প্রতিষ্ঠিত স্বাধীন কাঠামো পুনর্বহালসহ আট দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) কিশোরগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।

সোমবার (২৪ নভেম্বর ) দুপুর ১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হয়। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও আলোচনার পরও গত ১৪ মাসে নার্সিং প্রশাসনের স্বাধীন কাঠামো পুনর্বহাল না হওয়ায় পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নার্সিং প্রশাসনকে তিন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশার মর্যাদা, স্বকীয়তা ও পেশাগত দক্ষতা ক্ষুণ্ন করবে। এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে স্বাধীন নার্সিং কমিশন গঠনের দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদান শেষে বিএনএ ও বিএমএস নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে নার্সিং পেশার স্বাধীন প্রশাসনিক কাঠামো বহাল রাখা জরুরি। তাদের আট দফা ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসময় তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন— দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন নার্সরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন