

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ এলাকায় পরিবেশগত ছাড়পত্র ব্যতিত বিধিবহির্ভূত ভাবে এক ইটভাটা স্থাপনের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে স্থাপিত এ.বি.এম ব্রিকসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো: জিহাদ হোসেন ও সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রাসেল হোসেনসহ একটি টিম।
ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: জিহাদ হোসেন বলেন, এ.বি.এম ব্রিকস নামের এই ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। পরে সেখানে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুয়ায়ী জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, পরিবেশগত ছাড়পত্র ব্যতিত নিষিদ্ধ এলাকায় বিধিবহির্ভূত ভাবে ইটভাটা পরিচালনার ফলে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় সংশ্লিষ্ট আইন অমান্য করে আরও যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন