

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীবাসী ভূমিকম্পের ভয়ে দিন কাটাচ্ছেন। সম্প্রতি টানা তিনবার ভূমিকম্প অনুভব করায় তারা আতঙ্কে আছেন।
অনেকে বলছেন, যদি পরবর্তী কম্পনের মাত্রা আরও বেশি হয়, পরিস্থিতি কেমন হবে তা কল্পনা করা দায়। এই ভয়ে অনেকের ঘুম হারাম হয়ে গেছে।
গত শনিবার রাতে শহরের মানুষজন বহুতল ভবন ও অন্যান্য ভবন থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করেন।
নরসিংদী সরকারি কলেজ মাঠ, জামিয়া কাসেমিয়া কামিল মাদরাসা মাঠ এবং জেলা প্রশাসকের কার্যালয় মাঠে রাত পর্যন্ত মানুষজন অবস্থান করতে দেখা গেছে।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন আতঙ্কিতদের খোঁজ-খবর নেন এবং সচেতনভাবে নিরাপদ থাকার পরামর্শ দেন।
এক গৃহিণী, আনিকা খানম, বলেন, “পুনরায় ভূমিকম্পে আমি খুব ভীত হয়ে পড়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ।
আমি আমার শিশু সন্তানকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে পারছিলাম না। হাত-পা যেন কাজ করছিল না, মাথা ঝিমঝিম করছিল এবং বমি করার মতো অনুভূতি হচ্ছিল।
শেষ পর্যন্ত রাতভর খোলা আকাশের নিচে নিরাপদ স্থানে অবস্থান করেছি। এখন প্রতিটি মুহূর্তই আতঙ্কে কাটছে।”
মন্তব্য করুন