মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পর্দা নামল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
expand
সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর পর্দা নামল।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। পরাজয়ও খেলাধুলার একটি স্বাভাবিক অংশ। তরুণ প্রজন্মকে সুস্থ-সবল রাখতে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ডা. আবুল কালাম বাবলা, মুহা. জিল্লুর রহমান, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ডিআই ওয়ান মো. মনিরুজ্জামান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরা সিটি কলেজ ও ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ। খেলার শুরুতেই স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন