মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কাচ্চি খাদক ও হাজী বিরিয়ানিতে বাসি ও পচা মাংস

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পচা মাংস ব্যবহার করে খাবার প্রস্তুত
expand
পচা মাংস ব্যবহার করে খাবার প্রস্তুত

টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া এলাকায় অবস্থিত একটি রান্নাঘরে অভিযান চালিয়ে বাসি ও পচা মাংস ব্যবহার করে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা।

সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

সহকারী পরিচালক জানান, “এই রান্নাঘর থেকে দেশের পরিচিত তিনটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান—কাচ্চি খাদক, হাজী বিরানি ও হানিফ বিরানি—নিয়মিত খাবার নিত। তবে রান্নার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা এবং খাবার প্রস্তুতিতে বাসি ও পচা মাংস ব্যবহার করা হচ্ছিল।”

তিনি আরও বলেন, “প্রতিদিন বাসি খাবার নতুন করে রান্না করা হতো। রান্নাঘরজুড়ে নোংরা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছিল। এটি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।”

অভিযানে সহযোগিতা করেছেন সেনাবাহিনীর সদস্যরা, টাঙ্গাইল সদর থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন