

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের রাজনীতিতে নতুন চমক এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে পরিবর্তন করল তাদের প্রার্থী।
সকল জল্পনা-কল্পনার ইতি টেনে দলটি পূর্বঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলামের পরিবর্তে হাতপাখা প্রতীকের নতুন মুখ হিসেবে ঘোষণা করেছেন বিএনপি থেকে পদত্যাগ করে সদ্য যোগদানকারী আলহাজ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারীকে।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) আনুষ্ঠানিকভাবে তার হাতে হাতপাখা প্রতীক তুলে দেন। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি জেলা-উপজেলার শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, মাঠের বাস্তব পরিস্থিতি, তৃণমূলের স্পষ্ট মতামত এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত।
সংগঠনের দায়িত্বশীল নেতারা বলেন, মুফতি জাহিদুল ইসলাম নিষ্ঠার সঙ্গে মাঠে থাকলেও এলাকার ভোটারদের কাছে তার পরিচিতি তুলনামূলক কম ছিল।
বিপরীতে দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে কাজ করা, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং ‘ক্লিন ইমেজ’-এই তিন দিক বিবেচনায় আনছারীর জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকায় সিদ্ধান্ত বদলানো হয়।
‘এনপিবি’-এর সঙ্গে আলাপে নতুন প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী বলেন, দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। ইসলামী আন্দোলন আট দলীয় জোটের অংশ, আশা করি এই আসনে জোটের প্রার্থী যে-ইসলামী আন্দোলনের প্রার্থী রাখবে, তবে দল যেটা করবে সেটা মেনে নিয়ে কাজ করবো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী পরিবর্তনের এই ঘটনাটি জামালপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে উষ্ণ করে তুলবে এবং ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।
মন্তব্য করুন