

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহ সদরের হারানঘাট গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। সে সময় পুলিশের একটি গাড়ী ভাঙচুর করা হয়, হামলায় এক পুলিশ সদস্যও আহত হয়। গেল রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাটিতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সদর উপজেলার দোগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম এর সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকালে হারানঘাট গ্রামে নজরুল ইসলাম এর সমর্থক মিঠু বিশ্বাস কে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সমর্থকরা।
পরে সন্ধা ৬ টার দিকে জেলা শহরে বিএনপির মিটিং শেষ করে সিরাজের সমর্থক গোলাম ফারুক ও রকিবুল ইসলাম বাড়ি ফিরছিল। পথিমধ্যে হারানঘাট গ্রামে পৌছালে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধাওয়া করে।
সে সময় তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে সাহায্য চাই। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাড়ীতে তুল্লে নজরুল ইসলামের সমর্থকরা পুলিশের গাড়ীতে হামলা করে। সে সময় তারা গাড়ীর ভিতরে এবং বাইরে নামিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং পুলিশের পিকআপ গাড়ী ভাংচুর করে। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনণ আনে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছে।
মন্তব্য করুন