রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন দফা ভূমিকম্পে ঘোড়াশাল রেলসেতুর পিলারে ফাটল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
ঘোড়াশাল রেলসেতু
expand
ঘোড়াশাল রেলসেতু

নরসিংদীর পলাশ উপজেলায় গত দুই দিনে তিনবারের ভূমিকম্পের প্রভাবে বৃটিশ আমলে নির্মিত ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঘোড়াশাল পুরাতন রেলসেতুর দুই ও তিন নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীরা।

জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন বলেন, ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল ধরার খবর পেয়েই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে সেতুটি পরিদর্শন করেছেন এবং পরবর্তী নির্দেশনা দেবেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও সেতুটি পরীক্ষা করেছেন। দুই ও তিন নম্বর পিলারে ফাটলের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, পুরাতন রেলসেতুটি দিয়ে প্রতিদিন বহু যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। ফাটল দেখা দেওয়ায় যেকোনো দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত মেরামত কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন