

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন।
খবর পাওয়া গেছে, আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা ঘটে রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে।
আহতরা হলেন- শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের বাউল আব্দুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল, এবং সিংগাইর উপজেলার তালেবপুর এলাকার আরিফুল ইসলাম।
পুলিশের বরাতে জানা যায়, হামলার পেছনে রয়েছে পূর্ববর্তী ঘটনায় উত্তেজনা। বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ধর্মীয় কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। স্থানীয়দের কাছে তিনি ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।
মন্তব্য করুন