

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
নির্বাচনী প্রচারণার মধ্যেই শনিবার (২২ নভেম্বর) দেবীদ্বারের বড় আলমপুর ঈদগাহ মাঠে উঠান বৈঠকে প্রতিপক্ষকে উদ্দেশ করে বংশপরিচয় নিয়ে মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
তিনি বলেন, ‘১০ জনের একটা দল আছে। তাদের প্রার্থী নাকি এমপি হবে! বাপ–দাদার পরিচয়ই নেই-সেও নাকি সংসদ সদস্য হবে! বিএনপির কি এমন অভাব পড়েছে যে তাদের সঙ্গে জোট করতে হবে?’
মুন্সীর বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন, বক্তব্যটি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।
বিতর্কের মধ্যে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে কুরআনের সূরা লুকমানের ১৮ নম্বর আয়াত উদ্ধৃত করে লেখেন-
‘মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং দম্ভভরে চলাফেরা করো না। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না।’
এর পর নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন-
‘কৃষক, দিনমজুর, শিক্ষিত-বেকার, রেমিট্যান্স যোদ্ধা, রাজমিস্ত্রি—এদের মতো সাধারণ মানুষের সন্তান হিসেবেই আমার রাজনীতি। যাদের খেটে খাওয়া হাত নেতা বানায়, কিন্তু যাদের কখনো মানুষ হিসেবে দেখা হয় না-এই নির্বাচনে তাদের দিয়েই হবে আমার ব্যালটের পরিবর্তন, ইনশাআল্লাহ। আল্লাহ সবার মঙ্গল করুন।’
মন্তব্য করুন
