রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে মুন্না হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

‎টাঙ্গাইল মির্জাপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
expand
হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের হামলায় খুন হওয়া কিশোর মুন্না দেওয়ানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

‎‎শুক্রবার জুমার নামাজের পর মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিশু,নারী-পুরুষসহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। এসময় তারা মুন্না হত্যার বিচার চাই, হত্যাকারীদের শাস্তি চাই, ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেন।

‎‎উল্লেখ্য,গত রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের কুমারজানী গ্রামে আজিজুল মেম্বারের বাড়িতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে শাহধারীপাড়া মাদরাসার পেছনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দলবদ্ধ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য তাদের মিজাপুর উপজেলার কয়েকজনের উপর হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে কয়েকজনকে আটকে রাখে।

পরে হামলাকারীরা তাদের উদ্দেশ্য করে বলে, “তোদের গ্রামে খবর দে, সাহস থাকলে ছাড়িয়ে নিয়ে যাক।” খবর পেয়ে নিহত মুন্না ও তার বন্ধুরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তাদের উপর অতর্কিত হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় মুন্না ও তার এক বন্ধুকে বেধড়ক মারপিট করা হয়। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার ৩দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মুন্নার মৃত্যু হয়।

‎‎এ ঘটনায় মারামারির রাতেই দেলদুয়ার থানায় নিহত মুন্নার চাচা বাদী হয়ে চিহ্নিত ৬ জন ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে এখন পর্যন্ত সকল আসামিই ধরাছোয়ার বাইরে। ‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফ খান বলেন,আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন