রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
expand
গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রকল্পের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোনাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি বৃত্তি পরীক্ষা।

শনিবার সকালে কোনাবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ পরীক্ষা। শহরের বিভিন্ন প্রাইভেট ও কেজি পর্যায়ের মোট ৩২টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রণক মো. শামসুল আলম বলেন, গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে বেসরকারি বৃত্তি পরীক্ষাকে ঘিরে অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। তাদের এই আগ্রহই আমাদের উৎসাহ দিয়েছে এমন পরীক্ষার আয়োজন করতে। এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা, আত্মবিশ্বাস ও অধ্যবসায় বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

এদিকে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কোনাবাড়ী মেট্রো থানার সভাপতি আখতার উজ জামান জানান, ৩২টি স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রীদের সম্মাননা স্মারক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।

তিনি আরও বলেন, এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে ইতিবাচক সাংগঠনিক সম্পর্কও শক্তিশালী করে।

পরীক্ষা চলাকালে অভিভাবকদের উপস্থিতি ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, সরকারি বৃত্তি পরীক্ষার পাশাপাশি এমন বেসরকারি বৃত্তি উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় বাড়তি অনুপ্রেরণা যোগায়।

দিনব্যাপী সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার ফলাফল পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন