শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই পাশের পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ
expand
ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই পাশের পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে পাঁচ হাজারের মতো মোটরসাইকেলের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুয়াগাজী, চকবাজার হয়ে নগর এলাকায় এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাঁদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই পাশের পথচারীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় কর্মীরা দলীয় স্লোগান ও সমর্থনের ধ্বনি দেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দুর্নীতি, অন্যায় ও স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠন জরুরি।

জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টিই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আগামীর রাজনীতিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াত ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সদর ও সদর দক্ষিণে সড়ক-মহাসড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ–সংস্কারের পাশাপাশি শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা খাতের মানোন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, হাসপাতাল আধুনিকায়ন ও কমিউনিটি ক্লিনিক বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমনে কড়া অবস্থানের কথাও জানান জামায়াতের এই প্রার্থী। নগরের পানি সরবরাহ, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের অঙ্গীকারও তুলে ধরেন তিনি।

শোভাযাত্রা ঘিরে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মু. মাহবুবর রহমান। এতে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মদ মোল্লা, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামসহ অন্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন