

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে বিজিবির ডগ রকির অভিযানে যাত্রীবাহি বাসের সাইড বক্স থেকে ৬০ হাজার পিস ইয়াবা সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলো টেকনাফ উপজেলার
হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে মাহমুদুল আমিন (২৭)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে
টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” যাত্রীবাহী বাসটি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশী চালানো হয়। এসময় যাত্রীর মালপত্র শনাক্ত করে প্রশিক্ষিত ডগ বিজিডি–১০৬৫ ‘রকি’ দ্বারা বিশেষ তল্লাশী করা হয়।
তল্লাশীকালে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতরে খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেটে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে আটক মাহমুদুল আমিন জানান, তিনি হ্নীলা এলাকার মগবুল নামে এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সফল অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন