

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে ৫.২ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চন্দনা চৌরাস্তা ইটাহাটা এলাকায় কোষ্ট টু কোষ্ট গ্রুপ পোশাক কারখানায়।
ভূমিকম্পের সময় ভবন দুলতে শুরু করলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামতে ও বের হতে চেষ্টা করেন। হুড়োহুড়ি ও অতিরিক্ত ভয়ের কারণে অন্তত অর্ধ-শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
শ্রমিকরা জানান, ভূমিকম্প অনুভূত হতেই অনেকেই দৌঁড়ে বের হতে গিয়ে মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বুকে ব্যথার মতো উপসর্গ অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাদের কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
শ্রমিকদের অনেকে অভিযোগ করেন, ভূমিকম্পের সময় ভবনের সুরক্ষা ব্যবস্থা ও জরুরি করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা না থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
ঘটনার পর কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন