শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজাকারের দলের নাম হলো জামায়াত: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম
কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান
expand
কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান

রাজাকারের দলের নাম হলো জামায়াত। আল্লাহর দোহাই লাগে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি— মনে করছিলাম জামায়াত বুঝি মানুষ হইছে, কিন্তু এখন দেখি এরা হচ্ছে নিমুকহারাম আর বেইমান। তাদেরকে ক্ষমা করা হয়েছিল, কিন্তু তারা মানুষ হয় নাই।

এই দেশটাকে আবার ওই একাত্তরের রাজাকার-আলবদরের হাতে দিতে চায়, এটা কি আপনারা সমর্থন করেন? যদি সমর্থন না করেন, আমারে পছন্দ না লাগলে ভোট দিয়েন না। কিন্তু আমি হাত জোড় করে বলি সন্ধ্যার সময়, রাজাকারের বাচ্চারারে ভোট দিয়েন না, আল্লাহর দোহাই লাগে আপনাদের।

কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান মিঠাইমন উপজেলার ঘাগড়া ইউনিয়নে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন ।

গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজাকার, আলবদর ও জামায়াতকে কঠোরভাবে সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, সেই রাজাকার, আলবদর, আলশামস ৫৪ বছর পরে আইসা বলবে— ‘না, কোন যুদ্ধ হয় নাই; যারা যুদ্ধ করছে তারা আল্লাহর কাছে মাফ চাও। এই হারামজাদারা, রাজাকারের বাচ্চারা তোরা মাপ চা। তোদের বাপ-দাদা, চৌদ্দ পুরুষ এক হয়ে মাফ চাইলে আমরা তোদের ক্ষমা করব না। মুক্তিযুদ্ধ ভাল ছিল না খারাপ ছিল? এই যে স্বাধীন হয়েছে— এটা ভালো ছিল না খারাপ ছিল? মুক্তিযোদ্ধা ভালো ছিল, না রাজাকার ভালো ছিল? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আল্লাহর দোহাই লাগে— দেশ থাকবে না, মানুষ থাকবে না, বিজ্ঞান থাকবে না, শিক্ষা থাকবে না, বিবেক থাকবে না, মনুষ্যত্ব থাকবে না, নারীর স্বাধীনতা থাকবে না, নারী শিক্ষা থাকবে না।

ফজলুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলাম— ইসলাম না। জামায়াতে ইসলাম হলো জামার মধ্যে ইসলাম। ওরা আসল ইসলাম না। আমি জামায়াতে ইসলাম কইলে কি ইসলামের বিরুদ্ধে কই? না। ইসলামের মৌলভী, আলেম, মাওলানারা আছেন— আমি তাদের সালাম করি। কিন্তু জামায়াতে ইসলাম ইসলাম না। রাজাকাররা কোনো ইসলাম না। আল্লাহ আমাকে বেহেশতে নেবে নাকি দোযখে নেবে— তুমি সার্টিফিকেট বিতরণ কর? একটা চড় লাগাবো! বেহেশতে–দোযখে দেওয়ার মালিক আল্লাহ। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন— নাউজুবিল্লাহ!

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাইমন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নাজমুস হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন