শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মনোনয়নের দাবিতে দুই বিএনপি নেতার সমর্থকদের মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
মনোনয়নের দাবিতে দুই বিএনপি নেতার সমর্থকদের মশাল মিছিল
expand
মনোনয়নের দাবিতে দুই বিএনপি নেতার সমর্থকদের মশাল মিছিল

কুষ্টিয়া-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বিএনপির একাংশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের মজমপুর গেট জড়ো হয়ে কয়েকশত নেতাকর্মীরা মশাল মিছিল বের করে পাঁচ রাস্তার মোড় প্রদক্ষিণ করেন।পরে মজমপুর গেটে ঈশ্বরদী-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শ্লোগান দেন তারা৷

এ সময় তারা বলেন, মনোনয়ন পুনবিবেচনা করে সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। মনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হবে৷

এদিকে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় প্রায় আধাঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা।ফলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতার্কর্মীরা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন