শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য

ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জজ কোর্টের সামনের সড়কের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়
expand
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জজ কোর্টের সামনের সড়কের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়

বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জজ কোর্টের সামনের সড়কে অনুষ্ঠিত এক ঘণ্টার কর্মসূচিতে জেলার তিন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পাওয়া এই নেতা অতীতে দলীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন মন্তব্যে বিএনপির ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বক্তাদের দাবি, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছিলেন, যা দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

এছাড়া স্থানীয় নেতারা অভিযোগ করেন, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো ও নানা ধরনের হুমকি দিয়ে আসছেন। একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ডিসি আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও মানববন্ধনে উঠে আসে। বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড একজন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও উল্লেখ করেন, ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ন হবে এবং এর ফলে শেখ হাসিনার স্বৈরাচারী রাজনীতির পুনরুত্থানের ঝুঁকি বৃদ্ধি পাবে। তারা দাবি জানান, দলকে বিভক্ত করার মতো আচরণ করে এমন ব্যক্তিকে দ্রুত দল থেকে বহিষ্কার এবং তার মনোনয়ন প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাবেক ডিসি ও কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুর রহিম মোল্লা বলেন, কয়েকদিন আগে ফজলুর রহমান আমাকে জীবননাশের হুমকি দিয়েছেন। তার অন্তরে শহীদ জিয়ার আদর্শের কোনো স্থান নেই, বরং স্থান পেয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারী রাজনৈতিক চিন্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেওয়া হলো তখন তিনি পাশে ছিলেন না। কিন্তু যেদিন ট্রাইব্যুনালে হাসিনার রায় ঘোষণা হলো, কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এসে বললেন—এই রায় বিচারের নামে প্রহসন। বিএনপির নামধারী এসব প্রেতাত্মাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, ইটনা উপজেলা জাসাসের সভাপতি সোহাগ মিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন