

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ আটক একজন কৃষকদল নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
ঘটনাস্থল সানন্দবাড়ী বাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয় ওই নেতা। পরে একটি মাদক মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বহিষ্কৃত নেতার নাম মো. লিটন আক্তার, তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন। লিটন আক্তার ওই ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
উপজেলা কৃষকদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা এবং নীতি, আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের কারণে লিটন আক্তারকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।”
মো. গোলাম মোস্তফা জানান, “কৃষকদল একটি আদর্শভিত্তিক সংগঠন। শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সংগঠনের ভাবমূর্তি রক্ষার জন্য তাকে সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
মন্তব্য করুন