বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে বিএনপির মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
বিএনপির মশাল মিছিল
expand
বিএনপির মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী পদে বিএনপি ঘোষিত সম্ভাব্য মনোনয়ন পরিবর্তনের দাবিতে আখাউড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত করে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার বদলে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে পালিত নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। একই ধরনের কর্মসূচি কসবা উপজেলাতেও হওয়ার কথা রয়েছে।

মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘কবির আহমেদ ভূঁইয়া দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকেছেন। অথচ তার বদলে দেশের বাইরে থাকা একজন বয়োবৃদ্ধকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন