

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে 'অযোগ্য' আখ্যায়িত করে প্রার্থী রিভিউ বা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত ৭ জন প্রার্থী।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে এ দাবি জানান তারা। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান। জনসমাবেশে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা ছাড়াও উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক রিভিউ চিহ্ন দেখিয়ে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান।
নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কে. এম. মামুন অর রশীদ, সাবেক ছাত্রদল নেতা রাজীব আহসান চৌধুরী ও সায়েদুল হক সাঈদ।
জনসমাবেশে বক্তারা বলেন, দল মনোনীত প্রার্থী আব্দুল মান্নান যোগ্য নন। নিজ গ্রামেও কোনো গ্রহণযোগ্যতা নেই। দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। নবীনগর আসনে বিএনপির জয়ের জন্য মনোনয়নটি পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।
মন্তব্য করুন