বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
expand
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ‘ঐক্য পরিষদ’ সবক’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বুধবার বিকালে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি পদে মোঃ কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিউল আলম নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে কাজী মোঃ আলাউদ্দিন হক আলো, সহ-সাধারণ সম্পাদক পদে এ.এস.এম. রাকিব উল হাসান, হিসাব নিরীক্ষক পদে মোঃ আশরাফুল আলম-২, সাহিত্য সাংস্কৃতিক ও গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক পদে মোঃ আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মোঃ মোর্শেদ ইমাম নির্বাচিত হন।

সদস্যপদে নির্বাচিতরা হলেন, মোঃ মোশাররফ হোসেন-২, মোঃ আবু তালেব, মোঃ আবু তৈয়েব, মোঃ মাসুদ উর রহমান-২, খান মোঃ আনোয়ারুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ, মোঃ আনোয়ার হোসেন-৩ এবং মোঃ আলাউদ্দিন (আজাদ)।

নির্বাচন কমিশনার মোঃ তারিকুল আলম স্বাক্ষরিত চুড়ান্ত ও নির্বাচিত প্রার্থী তালিকা প্রকাশ করে জানানো হয় যে, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় উল্লিখিত প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন