

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বুধবার ভোর ৫টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী লেনের ঢালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঢাকাগামী এ্যাম্বুলেন্সটি ভোর ৫টার দিকে সামনে চলা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় এ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেলে এ্যাম্বুলেন্স চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা আহত চালককে উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত চালক বাগেরহাট সদর উপজেলার মৃত গোবিন্দ কুমার মালোর ছেলে আশিক কুমার বিশ্বাস (৩১)।
দুর্ঘটনার পর বেশকিছু সময় পদ্মা সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন