বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানে হাতির আক্রমণে শ্রমিক নিহত

টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
expand
নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানে হাতির আক্রমণে শ্রমিক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে বন্য হাতির আক্রমণে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আব্দুল হক (৪০)।

তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার বাসিন্দা। ভোরে রাবার সংগ্রহের কাজ করার সময় হঠাৎ বন্য হাতি তাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার পর তার ছেলে ও ভাই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

এদিকে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন