

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সব রাজনৈতিক দলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা সব দলের দায়িত্ব, আর নির্বাচন কমিশনও দেশের মানুষকে সুষ্ঠু ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে সিইসি বলেন, “নির্বাচনী আচরণবিধি মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দল এই বিধি মেনে চলার অঙ্গীকার রাখুক—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা নির্বাচনকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ।
সিইসি উল্লেখ করেন, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোর সহযোগিতা অপরিহার্য। দলগুলো যদি নিজেদের কর্মীদের মাধ্যমে জনগণকে ভোটে উৎসাহিত করেন, তাহলে নির্বাচন আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।
তিনি জানান, শপথ নেওয়ার পর থেকেই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন (ইআরএসসি) কাজের কারণে পূর্ণ সংলাপ কিছুটা বিলম্বিত হয়। ইআরএসসি-এর সুপারিশ এবং দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। সিইসি বলেন, “মূল বিষয় হলো আচরণবিধির যথাযথ প্রতিপালন, নয়তো শুধু তৈরি করাই যথেষ্ট নয়।
সিইসি ভোট-বিমুখতা দূর করার আহ্বানও জানান। তিনি বলেন, জাতীয় ও তৃণমূল নেতৃবৃন্দ, যারা সরাসরি ভোটারদের সঙ্গে যুক্ত, তাদের উচিত জনগণকে উৎসাহিত করা। এতে ভোটকেন্দ্রে মানুষ ব্যাপকভাবে উপস্থিত হবে।
শেষে তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী—চারটি স্তর একযোগে কাজ করতে হবে। তিনি সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানান যাতে জাতিকে গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়।
মন্তব্য করুন
