

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার ভোরে উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। গুই রাকিব উপজেলার মাছিমপুর এলাকার সামসুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে র্যাব-১১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় গুই রাকিবের কাছ থেকে ০১ টি একনলা বন্দুক, ০৮ রাউন্ড গুলি ও ০৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ১৮ অক্টোবর তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার ৫ লাখ টাকা না দেওয়ায় গুই রাকিব ও তার লোকজন লোকমান হোসেন (৩০) নামে এক হোটেল ব্যবসায়ীকে গুলি করে। তখন তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, খুন সহ অন্তত ২০ টি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে র্যাব-১১ এর একটি আভিধানিক দল মাছিমপুর গুই রাকিবের বাড়িতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে। গুই রাকিব এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন