

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নেওয়া হয়েছে অতিরিক্ত টহলসহ নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিকে ঘিরে মহাসড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পুলিশ সূত্রে জানাযায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গত ৩৬ ঘণ্টায় বিশেষ অভিযানে নাশকতা প্রস্তুতির অভিযোগে অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলায় বৃদ্ধি করা হয়েছে সাঁজোয়া যান ও গোয়েন্দা নজরদারি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সকল থানা ও ফাঁড়িতে জনবল বাড়ানো হয়েছে। রিজার্ভ ফোর্স থেকে অতিরিক্ত ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। শাটডাউন পরিস্থিতি মোকাবিলায় পুরো জেলায় ঢাকামুখী সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে ৯টি চেকপোস্ট। ২৭ টি পিকেট এবং ৪২ টি মোবাইল টিম। দিনের বেলায় ৪০০ এবং রাতের বেলায় ৪৪০ জন অফিসার-ফোর্স মোতায়েন রয়েছে।
তিনি আরো বলেন, নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা পুলিশ।
মন্তব্য করুন