

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শীতের আগমনে পরিযায়ী পাখিদের আগমনকে কেন্দ্র করে সক্রিয় হওয়া পাখি শিকারী চক্রের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়িয়া মাঠে এক বড় অভিযান চালায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন 'বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ' (BWLNI)।
রোববার ( ১৬ নভেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি ও প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু-এর কাছে খবর পৌঁছালে তিনি দ্রুত সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও এবং বন বিভাগকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহর নির্দেশে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ওয়ালিঊর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশও এসময় উপস্থিত ছিলেন।
BWLNI সভাপতি এটিকে এযাবৎকালের সবচেয়ে বড় অভিযান হিসেবে উল্লেখ করেন। সদস্যরা কোমরের গভীর পানিতে নেমে ৬০০ গজের বিশাল জাল ও শিকারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন। এই জালে দুর্ভাগ্যবশত ৯টি মৃত পাখি পাওয়া যায়।
উদ্ধারকৃত জাল ও মৃত পাখিগুলো ফুলবাড়িয়া গ্রামের চার রাস্তার মোড়ে প্রদর্শন করে জনসচেতনতা সৃষ্টি করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করা হয়। মৃত পাখিগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং একটি জীবিত পাখি অবমুক্ত করা হয়।
এসআই ওয়ালিঊর রহমান জানান, তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে ৬০০ গজের জাল ও ৯টি মৃত পাখি দেখতে পান এবং পাখি শিকারীকে সনাক্ত করা গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।
এলাকার সুধীমহল বন্যপ্রাণী সংরক্ষণে BWLNI-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবী করেছেন।
মন্তব্য করুন