

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করছে তিস্তা ব্যাটালিয়ন।
তারই অংশ হিসেবে রবিবার (১৬ নভেম্বর) নাজিরগোমানী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন সাইজের মোট চারটি ভারতীয় গরু আটক করে।
আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন