সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অসহায় নারীর ব্যাংক ঋণ শোধ করল জামায়াত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন
expand
জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষি উন্নয়ন ব্যাংকের ঋণের বোঝা থেকে হাসিনা বেগম নামের এক অসহায় নারীকে মুক্ত করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ নভেম্বর) ব্যাংকের তিরনইহাট শাখায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন ওই নারীর ঋণের ৮০ হাজার ৫৩৩ টাকা পরিশোধ করেন।

জানা যায়, হাসিনা বেগমের বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে। তিনি ওই এলাকার মানসিক ভারসাম্যহীন ইদ্রিস আলীর স্ত্রী।

জানা গেছে, হাসিনা বেগম ২০২২ সালে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হয়। মানুষের বাড়িতে কাজ করে তিনি কষ্ট করে ১৫ হাজার টাকা পরিশোধ করেন। এদিকে, গত ২৫ মার্চ তার অজান্তেই ব্যাংকে ঋণ নবায়ন করে আরও ৫ হাজার টাকা বৃদ্ধি দেখানো হয়। পরে চক্রবৃদ্ধি সুদে ঋণের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫৩৩ টাকায়। সংসার চালাতে হিমশিম খাওয়া হাসিনার পক্ষে এই ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় বিষয়টি জানতে পেরে তার ঋণ পরিশোধের উদ্যোগ নেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।

ঋণমুক্ত হাসিনা বেগম বলেন, আমার স্বামী মানসিক ভারসাম্যহীন, নিজের উপার্জনে সংসার চালাই। বিপদে পড়ে ঋণ নিয়েছিলাম, কিন্তু পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলাম। জামায়াতে ইসলামী ঋণের সব টাকা থেকে দিয়ে আমাকে ঋণমুক্ত করেছে- এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সমাজের কোনো মানুষ যেন অবহেলা-অনটনে কষ্ট না পায়। সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কাজে ভবিষ্যতেও পাশে থাকতে চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন