

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের কাজীপুরে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে শিক্ষক–শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া–পানাগাড়ি সড়কে আয়োজিত এই সমাবেশে চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। আয়োজনের উদ্যোগ নেয় ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’।
নতুন উপজেলা গঠনের দাবিতে , নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের মানুষ একত্র হয়েছেন। সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি তুলি’, ‘ছয় ইউনিয়নের মানুষের এক স্বপ্ন—যমুনা হবে নতুন উপজেলা’।
যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, চরাঞ্চলের এই ছয় ইউনিয়ন বহুদিন ধরে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে নানা বঞ্চনার শিকার। মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে।
নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, নদীর ওপারের এসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন সুবিধা থেকে অনেক পিছিয়ে। নতুন উপজেলা হলে এ বৈষম্য দূর হবে বলে তিনি আশা করেন।
সমাবেশ থেকে নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তাঁরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন