রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জাতীয় যুব শক্তি জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
সাতক্ষীরায় জাতীয় যুব শক্তি জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
expand
সাতক্ষীরায় জাতীয় যুব শক্তি জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক এস এম আবু সাঈদ। সঞ্চালনা করেন জুলাই আহত যোদ্ধা মো. আবু হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, এনসিপি সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়কারী মো. কামরুজ্জামান বুলু, যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তি জেলা শাখার সদস্য সচিব মামুনুর রহমান আকাশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জালাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশে একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং জুলাই–আগস্টের যুদ্ধে দলের ভূমিকা ছিল প্রশংসনীয়। আগামী নির্বাচনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

সভায় জানানো হয়, জেলা কমিটি ঘোষণার পর শিগগিরই সাতক্ষীরার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় যুব শক্তির কমিটি গঠন করা হবে। তরুণদের সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন নেতারা।

অনুষ্ঠানে এনসিপি ও জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন