রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভিখারির টাকা ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
প্রতাপ সেনকে (৩৫) পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী
expand
চুয়াডাঙ্গায় ভিখারির টাকা ছিনতাই

চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে ভিখারির কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে প্রতাপ সেন (৩৫) নামে এক যুবককে গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১৬ নভেম্বর) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। তিনি যশোরের চুরামনকাঠি এলাকার মৃত লক্ষণ সেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গার ওই নারী তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন স্থানে ঘুরে মানুষের কাছ থেকে সহায়তা নিচ্ছিলেন। একাডেমি মোড়ে পৌঁছানোর পর প্রতাপ হঠাৎ এগিয়ে এসে তার টাকা রাখা ব্যাগটি ছিনিয়ে দৌড়াতে শুরু করলে তিনি চিৎকার করে ওঠেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত প্রতাপকে ধরে ফেলেন এবং পরে বিষয়টি পুলিশকে জানান। সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নারী জানান, সারাদিন ঘুরে কিছু টাকা জমিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। তিনি বলেন, 'হঠাৎ ব্যাগ টান মেরে নেওয়ার চেষ্টা করে। আমি শোর-চিৎকার দিলে লোকজন এসে বাঁচায়।'

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতাপ জানায়, সে নাকি তিন দিন ধরে ঠিকমতো খেতে পারেনি এবং ক্ষুধা তাকে এ কাজে প্ররোচিত করেছে। মানবিক কারণে প্রথমে তাকে খাবার দেওয়া হয়েছে। এরপর তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন