রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন কুঁড়িতে গল্প বলায় প্রথম পুরস্কার পেল চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম
রোহিনী হাসান ঋদ্ধি
expand
রোহিনী হাসান ঋদ্ধি

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি ২০২৫' -এ প্রথম পুরস্কার পেল চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি।

শনিবার বাংলাদেশ টেলিভিশন সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশন এর মহাপরিচালক মোঃ মাহবুবুল আলম। গত ২ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ টেলিভিশন সেন্টারে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা।

সারাদেশের ১৯টি অঞ্চলে প্রথম বাছাই পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়। এরপর বিভাগীয় পর্যায়ে প্রতি বিভাগ থেকে পাঁচজন করে প্রতিযোগী বাছাই করা হয়। সারাদেশের বাছাইকৃত ৪৫ জন প্রতিযোগী ঢাকায় বাংলাদেশ টেলিভিশন সেন্টারে অনুষ্ঠিত সেরা দশ, সেরা পাঁচ ও সবশেষে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এ বিজয় অর্জন করে ঋদ্ধিসহ সকল ইভেন্টের প্রতিযোগীবৃন্দ।

ঋদ্ধি চাঁপাইনবাবগঞ্জ জেলা কালেক্টরেট ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রচন্ড আত্মবিশ্বাসী ঋদ্ধি তার এই বিজয়ে তার মায়ের অবদানের কথা উল্লেখ করে। পাশাপাশি তার বাবা হাসান আলম এ্যানির উৎসাহের কথাও জানায় সে।

তার মা সায়মা রওশন নূরী সন্ধ্যা নিজের হাতেই গড়ে তুলছেন মেয়েকে। তিনি বলেন, গল্প বলার চর্চা নিজেই করিয়েছেন মেয়েকে। তিনি তাকে আবৃত্তির চর্চাও করান।

ঋদ্ধি ইতোপূর্বে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী প্রতিভা অন্বেষণ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এ ক বিভাগের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিল।

এছাড়াও উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের নাচ, গান, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সে এযাবৎ অর্ধশতাধিক পুরস্কার ও সনদ পেয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

এতগুলো কাজ করার পরে পড়াশোনার সময় সে কীভাবে পায় এমন প্রশ্নের জবাবে ঋদ্ধি জানায়, পড়াশোনার ফাঁকে অবসর সময়ে সে এই কাজগুলো করে।

সে বাসায় মায়ের কাছে ক্লাসের পড়াশোনা, কবিতা আবৃত্তি ও গল্প বলার চর্চা করে। আর গান ও নাচ চর্চা করে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, মূর্চ্ছনা সঙ্গীত নিকেতনসহ অন্য শিক্ষকের নিকট বলে সে আরও জানায়।

ঋদ্ধির পিতা হাসান আলম এ্যানি বহুজাতিক কোম্পানি ওয়ালটনের চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্ভিস সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার আর মা সায়মা রওশন নূরী সন্ধ্যা একজন শিক্ষক। একমাত্র সন্তানকে নিয়ে তাঁদের উৎসাহের কমতি নেই।

ঋদ্ধির এই অসামান্য সাফল্যে ঋদ্ধির বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা কালেক্টরেট ইংলিশ স্কুল এর উপাধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, রোহিনী হাসান ঋদ্ধি আমাদের স্কুলের গর্ব।

এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, সে নতুন কুঁড়ির মত এতবড় একটি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। ঋদ্ধি এই বিদ্যালয় শুধু নয়, পুরো জেলার শিশু শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। তিনি ঋদ্ধিসহ তার পরিবারের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন