শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা
expand
জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন,"আল্লাহ আগামীতে যেন দাড়িপাল্লাকে সংসদে পাঠায়।

৮ দল মিলে আমরা এখন আন্দোলনে আছি রাজপথে, আশা করি যারা দায়িত্বে আছে তারা মেনে নিবে।

তাদের শুভ বুদ্ধির উদয় হবে। এতগুলো মানুষের সেন্টিমেন্ট না বুঝলে দায়িত্বে থাকা আপনার ঠিক না। আমরা জানি ওনারা মেনে নেবে, আর না মানলে পরের অবস্থা দেখব ইনশাল্লাহ।"

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা নারী-পুরুষ সকলের সাড়া পেয়েছি। যেখানেই যাই, মানুষ বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিচ্ছে। আশা করি এভাবে যেতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হবে।”

এই শোভাযাত্রায় প্রায় ৬ হাজার মোটরসাইকেল নিয়ে সদরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় চালান তিনি।শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন