শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় পানিতে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ (ডাকনাম চাঁদ) এবং শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার।সম্পর্কে তারা মামাত ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আকস্মিক হৃদরোগে মারা যান গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কালিয়ান গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ। মারা যাওয়া শিশু শাহাদাতের বাবা ফেরদৌস মিয়া প্রয়াত তমজিদের ভাই। শোকাহত পরিবারের বাড়িতে স্বজনেরা আসায় বাড়িতে ভিড় ছিল।

এই অবস্থায় শনিবার দুপুরে তিন শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। একপর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা আরেক শিশু ঘটনাটি বাড়িতে গিয়ে জানালে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের সদস্যরা শোকে হতবিহ্বল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন