

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরে জুলাই ও আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনে পোড়া চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বাতেন জানান, শহীদদের প্রতি অবমাননার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ নাশকতা চালানো হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত কিছু রাজনৈতিক সংগঠনের কর্মীরা সম্প্রতি এমন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওড়না বা কাপড় জাতীয় কিছু জড়িয়ে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের জানান, রাতভর পুলিশ পাহারায় থাকলেও ফজর নামাজের আগে-পরে কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দেয়। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে এবং দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।
মন্তব্য করুন