

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি ওবায়দুর রহমান শাহিন।
তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাইয়ের গুরুত্ব অত্যন্ত বেশি এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একজন সাংবাদিকের নিরপেক্ষতা অপরিহার্য। এছাড়া, সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সকল সাংবাদিককে আপোষহীন থাকতে হবে।
মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে শনিবার সকালে জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের আপস করা উচিত নয়। সাংবাদিকতার কলুষিত হওয়ার ফলস্বরূপ পুরো সমাজ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি গুজবের কারণে একটি সমাজ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই সংবাদ পরিবেশনকারী সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।
ওবায়দুর রহমান শাহিন সাংবাদিকদের ন্যায়ের পক্ষে সততার সাথে কাজ করার আহবান জানান এবং বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের প্রচার ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমেই সাংবাদিকতার আসল গৌরব প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, ব্রাকের কমিউনিকেশন বিশেষজ্ঞ শাফাত রহমান, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, প্রশিক্ষণটি ডিজিটাল মিডিয়ার উন্নত কৌশল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সাংবাদিকতার সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষিত করার জন্য আয়োজন করা হয়।
মন্তব্য করুন
