শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য উদ্ধার 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
৫৬ ব্যাটালিয়ন বিজিবি
expand
৫৬ ব্যাটালিয়ন বিজিবি

পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও শাল চাদর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

এর আগে শনিবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ধামেরঘাট বিজিবির বিওপির ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন৷

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় পিলার ৭৭১/১-এস থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা । জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,৭৮,০০০ টাকা।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন