শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন: মিয়া গোলাম পরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫২ এএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে খুলনায় এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনের পর পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন। আসন্ন নির্বাচনের পরিবেশ যেন স্বচ্ছ থাকে এবং প্রতিটি প্রার্থী সমান সুযোগ নিয়ে প্রচারণা চালাতে পারে এটা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, অতীতে যারা কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে—সেসব ওসি, এসপি অনেকেই পালিয়ে গেছে। কেউ এখন আদালতে উপস্থিত হচ্ছে, কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

প্রধান বিচারপতি থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব, ডিআইজি, পুলিশ কমিশনার অনেকে পদ ছেড়ে পালিয়েছে। এমনকি কিছু ওসি চাকরি ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আপনাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ ওঠে, তখন পালানোর সুযোগও পাবেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন