শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মামুন হত্যার আসামি গ্রেফতার 

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম
আসামি সুমন হোসেন (৩৫)
expand
আসামি সুমন হোসেন (৩৫)

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যার ঘটনায় আসামি সুমন হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও পুলিশ।

গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১১'র অপস্ অফিসার মো: গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ এবং ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৯) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, মামুন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং তিনি একজন ইট, বালু ও সিমেন্ট ব্যবসায়ী। বাড়ির পাশেই "মা বাবার দোয়া ট্রেডার্স" নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে ব্রিক ফিল্ড হতে ইট আনার উদ্দেশ্যে বের হওয়ার সময় একই এলাকার পূর্ব পরিচিত আসামি মোঃ সুমন হোসেন মামুনের বাসায় এসে আক্তার হোসেনের কথা বলে মামুনকে তার দোকানের সামনে নিয়ে যায়।

এর কিছুক্ষণ পর আসামি সুমন হোসেনসহ ২০/২৫ জনের একটি দল মামুনকে রেললাইনের পূর্ব পাশের খালি জায়গায় দাড় করিয়ে তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মামুনের ডান চোখে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে মামুন মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মামুন হোসেনকে উদ্ধার করে খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন