

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল উপজেলার বাড়বকুণ্ড অলিনগর এলাকার একটি গোয়ালঘরের পাশে অন্ধকার ঝোপের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসময় অভিযানকালে দুটি দু’নালা ট্রিগারযুক্ত পাইপগান,একটি একনালা ট্রিগারযুক্ত পাইপগান, ১২টি ১২-বোর কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি দেশীয় রামদা, ১টি লাল রঙের বেসবল ব্যাট উদ্ধার করা হয়।
র্যাব-৭,চট্টগ্রাম সূত্রে জানায়,ধারনা করা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পরিত্যক্ত স্থানে লুকিয়ে রেখেছিল। সময়মতো অভিযান পরিচালনা করায় বড় ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সম্ভব হয়েছে।উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন