শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা কবিতায় হেমন্তের উৎসব

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
ভালুকা প্রেসক্লাবে হেমন্তের কবিতা উৎসব
expand
ভালুকা প্রেসক্লাবে হেমন্তের কবিতা উৎসব

বাংলা কবিতায় হেমন্ত স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় হেমন্তের কবিতা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব যৌথভাবে আয়োজন করে এ উৎসব।

কবিতা উৎসবে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। কবি আবুল বাশার শেখ ও আশয়ারী বিনতে আশরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে লায়ন এমএ রশিদ ও এডভোকেট একেএম আমান উল্লাহ বাদল সমাপনী বক্তব্য দেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান সুমন। তাছাড়া উৎসবে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক জসীম উদ্দিন মুহাম্মদ, কবি আসাদুল হোসেন ও কবি কাজী আলম ভূঁইয়া।

আবৃত্তিতে আমন্ত্রিত অতিথি কবি হিসেবে অংশ নেন, কবি সফিউল্লাহ লিটন, কবি ও প্রবন্ধকার কাঙাল শাহীন, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুত, কবি-সাংবাদিক মোখলেছুর রহমান মনির, কবি-ছড়াকার মোহাম্মদ জালাল উদ্দীন, সাংবাদিক- কবি কামরুল এহসান চন্দন, সাংবাদিক-কবি আতাউর রহমান তরফদার, কবি-গীতিকার চাষা জহির, কবি মো. শহিদুল্লাহ মিয়া, নজরুল ইসলাম প্রধান, রাজিবুল হাসান রাজ, মাসুদ রানা, কাজী রাসেল, কবি মমিন মিয়া, শিশু শিল্পী সাবিহা ইসলাম ইকরা প্রমুখ।

কবিতা, আলোচনা এবং সাহিত্যচর্চায় ভরপুর এ আয়োজন অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

আবৃত্তি অনুষ্ঠানে মাদরাসা সুপার মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাংবাদিক আসাদুজ্জামান ফজলু (দৈনিক নয়া দিগন্ত), আলমগীর হোসেন (এনটিভি, আমারদেশ) শিক্ষক ও কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক (আনন্দটিভি ও দিনকাল), জোনায়েদ শাহরিয়ার (চ্যানেল ২৪), শফিকুল ইসলাম সবুজ (মানবকন্ঠ), আনোয়ার হোসেন তরফদার (এটিএন বাংলা), কামরুল হাসান, এপেক্সিয়ান মোকসেদুর রহমান মামুন, শিক্ষক মুফতি হাবিব জিহাদী, সাখাওয়াত হোসেন সুমন (কালবেলা), মমিনুল ইসলাম মোল্লা (ময়মনসিংহ প্রতিদিন), হাবিবুর রহমান শান্ত (দৈনিক বাংলা), আব্দুল্লাহ আনছারী আকরাম (নয়া কাগজ), রোমান আহমেদ নকিব (বার্তা বাজার), স্বেচ্ছাসেবী নজরুল ইসলাম নাবিল, দিদারুল ইসলাম হৃদয়, যায়হাদ আরাযান, নুরুজ্জামান ও সাইফুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন