শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
expand
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মিছিলটি বের করা হয়।

স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি গোলচত্বর, বাসস্টান্ড, কলেজমোড় প্রদিক্ষণ করে কুমারখালী হলবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিলোনা। অথচ সুখে দুঃখে আনছার প্রামাণিক দলকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু দল আনছারকে মূল্যায়ন না করে মেহেদীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির চরমভাবে হতাশ হয়েছে। কাজেই এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিতে হবে। না হলে কঠোর আন্দোলন করা হবে।

উল্লেখ্য,গত ৩ নভেম্বর বিকেলে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন