

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) পদে আবারও পরিবর্তন এসেছে। যোগদানের আগেই সরিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি নিয়োগ পাওয়া ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে। তার বিরুদ্ধে অতীত দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক স্লোগান দেওয়া এবং নিজ এলাকায় সরকারি জমিতে অবৈধ ঘের তৈরির মতো গুরুতর অভিযোগ ওঠায় প্রশাসনের ভেতরে আপত্তি তৈরি হয়—এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসব বিতর্কের মধ্যেই নতুন সিদ্ধান্তে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে মো. আজাদ জাহানের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। এর আগে ৮ নভেম্বর মো. আজাদ জাহানকে গাজীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হলেও তিনি দায়িত্ব গ্রহণের আগেই নতুন সিদ্ধান্তে সেই দায়িত্ব পাননি। ফলে মাত্র ৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসক পরিবর্তনের ঘটনা ঘটলো গাজীপুরে।
এদিকে বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। জানা গেছে, আগামী রোববার দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নতুন নিয়োগের কারণে আনুষ্ঠানিক যোগদান কিছুটা বিলম্বিত হতে পারে। অন্যদিকে, নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের নিয়ে আগামী ১৭ নভেম্বর ঢাকায় ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপরই তারা নিজ নিজ জেলায় দায়িত্ব গ্রহণ করবেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন (বিসিএস নং ১৬১২৬) সর্বশেষ ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ১২ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাক্ষাৎকার বোর্ডে তিনি তালিকার ১০ নম্বরে ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
প্রশাসন সূত্র বলছে, মো. আজাদ জাহানের অতীত কর্মকালে রাজনৈতিক স্লোগান দেওয়া ও সরকারি জমিতে অবৈধ ঘের তৈরির অভিযোগ নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা সমালোচনা তৈরি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতেই সরকার শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে গাজীপুরে নতুন মুখ হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে দায়িত্ব দিয়েছে।
মন্তব্য করুন